দেখেন, আপনারা আসলেই অনেক ভাল। আপনারা কখনোই গা ঘেঁষে দাঁড়ান না। আপনারা শুধু সিটে বসে থাকা মেয়েদের কাঁধের ওপর নুনুটা তুলে দিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে থাকা মেয়েদের কাঁধের ওপর থুতনিটা ঠেস দিয়ে দাঁড়ান, কোমরে হাত, পেছনে ইয়ের সাপোর্ট নিয়ে দাঁড়ান
কে বলেছে আপনারা গা ঘেঁষে দাঁড়ান? কে বলেছে? আমি তো এই টিশার্ট প্রস্তুতকারীদের ওপর আপনাদের পক্ষ থেকে মানহানির মামলা করব।
নোটঃ ছবিটা মাত্র তোলা। আপনারা যে আসলেই ইনোসেন্ট তার প্রমাণ দিলাম।
© All right reserved © 2019 BANGLADESHBICHITRO.COM