ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোডের অভিযোগে ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদীরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা ধরে সালমানকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। 

‘সেইফ ইন্টারনেট’ বা নিরাপদ ইন্টারনেট বাস্তবে রূপ দেবার লক্ষ্যে এমন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান সাইবার নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম। তবে দুই ঘণ্টা ধরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তা বিস্তারিত জানানো হয়নি। সালমান মুক্তাদীর বাংলাদেশে প্রথম দিককার একজন ইউটিউবার। তবে বিভিন্ন সময় তার বানানো কন্টেন্ট বিতর্কের জন্ম দেয়। 

সম্প্রতি ‘অভদ্র প্রেম’ নামে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। এর আগে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সর্ম্পকের সূত্র ধরে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তোপের মুখে পড়েন ইউটিউবার সালমান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here